Duration: 19m
শহরের কোলাহল ছেড়ে গ্রামের শান্ত-সবুজ পরিবেশে কিছুদিন কাটাতে আসে রুমিতা। গ্রামের প্রকৃতি, নদীর পাড়, খোলা আকাশ—সবকিছুই তাকে মুগ্ধ করে। মামার বাড়িতে থাকার সময় একদিন নদীর পাড়ে ঘুরতে গিয়ে ঘটে ভয়ংকর ঘটনা। বিষধর সাপের কামড়ে মৃত্যুর মুখে পড়ে রুমিতা। সেই মুহূর্তে এক জেলের সাহসিকতা আর মানবিকতায় সে ফিরে পায় জীবন। জেলের নাম সাহেব—সাধারণ, সৎ আর সাহসী এক গ্রামের ছেলে। এই ঘটনার পর থেকেই দু’জনের মধ্যে জন্ম নেয় অজানা এক ভালোবাসার অনুভূতি। নদীর পাড়ে মাছ ধরা, ছোট ছোট যত্ন, ব্যথা কমিয়ে দেওয়া—সব মিলিয়ে প্রেম ধীরে ধীরে গভীর হয়। শহরের মেয়ে আর গ্রামের জেলের ভালোবাসা সমাজের চোখে অসম্ভব হলেও রুমিতার ভালোবাসা ছিল দৃঢ়। অবশেষে সাহেবও তার ভালোবাসা মেনে নেয়।...
Contact Us: vidmatestudio@gmail.com|Copyright © 2026 All rights reserved