المدة: 20m
📝 বাংলা সারসংক্ষেপ একদিন গ্রামের পুকুরপাড়ে রওশান আর সিনথিয়া বসে বসে কদবেল খাচ্ছিল। গরম দুপুরে টক-মিষ্টি কদবেলের গন্ধে মামুনের মুখে জল চলে আসে। সে তাদের কাছে গিয়ে কদবেল চায়, কিন্তু রওশান বা সিনথিয়া কেউই তাকে দেয় না। রাগে মামুন চলে যায়, কিন্তু তখনই সামনে আসে গ্রামের দুষ্টু মেয়ে রুমিতা। কদবেল খেতে সে একেবারে পাগল। সে মামুন আর সায়নীকে নিয়ে পাড়ার এক চাচার গাছে উঠে কদবেল চুরি করে আনে। তিনজন মিলে আনন্দে কদবেল খাচ্ছিল, ঠিক তখনই চাচা এসে ধরে ফেলে এবং মামুনকে ভালো করে পেটায়।...
اتصل بنا: vidmatestudio@gmail.com|حقوق الطبع والنشر © 2026 جميع الحقوق محفوظة